বন্ধ চা বাগানের কবিতা

সোহেল ইসলাম on

ও কে অপেক্ষায় আছে ?
অভাবের দেশে,নুড়ি পাথরের দেশে

যার চোখে জল আনে টিয়ার গ্যাস
যাকে বিদ্রোহী বানিয়েছে
বাগানের গেটে শেকল জড়ানো একটা লোহার তালা

ইউনিয়ন
মালিক পক্ষ
সরকারের লোকজন উপেক্ষা করে
তালা ঝোলা গেটের সামনে আস্তানা গেড়েছে মানুষ,
মজবুত মানুষ
তুমি আর ওদের ফেরাতে পারবে না

ওই
বাচ্চারা কেঁদে উঠল আবার
একটা তারা টুপ করে খসে পড়ল
কুয়োর জলে ডুবে গেল বালতি
তোমরা দেখতে পাচ্ছো না,

পাহাড়ে,প্রান্তরে,সংসারে
মানুষ শেষ হয়ে যাচ্ছে কেটে রাখা গাছের মতন,দেখতে চাইছো না ।


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


সোহেল ইসলাম

জন্মঃ ১৯৮৫ সালের ১লা মে । ২০০১ থেকে লেখা শুরু। প্রথম লেখা ব্যাক্তিগত না পাওয়া থেকে।তারপর দেখেছেন শুধু নিজে নয় হাজার হাজার মানুষ না পাওয়ার পুকুরে গলা জলে ডুবে যাচ্ছে,ডুবে আছে, তাদের কাছে নিজেকে দাঁড় করানোর জন্য লেখা। কবির মতে লিখলে ,না বলা গুলো, না বোঝাতে পারা গুলো বলতে পারেন। কবিতা প্রসঙ্গে তিনি আরও বলেন, "সবাই প্রতিরোধ শিখুক,প্রতিবাদ শিখুক,নিজের দাবি নিজেরাই জানাতে শিখুক।কেউ কারুর কান্না কেঁদে দেয় না।রাজস্থানের গ্রামে রুদালি ভাড়া পাওয়া যায়,কিন্তু আমাদের রুদালি আমরাই হব।কাউকেই এক ছটাক জমি ছাড়বো না।" প্রিয় কবিঃ রঞ্জন আচার্য, রানা রায়চৌধুরী। প্রিয় বই : সম্পর্ক। প্রকাশিত কাব্যগ্রন্থ - আব্বাচরিত। উত্তর দক্ষিণ , নাটমন্দির , কবিসম্মেলন , কৃত্তিবাস ও ছোট বড় বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখেন।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।