অনুবাদ কবিতা
নূর হিন্দি-র কবিতা
নূর প্যালেস্তানীয় বাবা ও আমেরিকান মায়ের সন্তান। তাঁর বেড়ে ওঠা আমেরিকায় হলেও পিতৃভূমি প্যালেস্তাইন নিয়ে নূর সবসময়ই সচেতন এবং প্রতিবাদী। একজায়গায় নূর বলেছিলেন, “আমি কোনওদিন প্যালেস্তাইন যাইনি, কিন্তু আমার সবসময়ের ভাবনায়, লেখায় প্যালেস্তাইন উঠে আসে। আমি মাহমুদ দারবিশের লেখাকে ভালোবাসি। আমি এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু ছুটে বেড়িয়েছি। যেভাবে আরও পড়ুন…