দু’টো কবিতা

দেবাশীষ সরকার on

১.
আর একটু ইতিহাস লেখা বাঁকি ছিল
বাবা নেমে এলেন
হাতে পঞ্জিকা নিয়ে
আবার ইতিহাস লিখতে বলে
জলপথে এগোতে লাগলেন…।

২.

মায়ের দিকে এগিয়ে যাচ্ছে
সন্তানের মানুষরূপী লাল সুতো বাধা হাত
মা হাসতে হাসতে এগিয়ে যাচ্ছে
সামনে ব ই মে লা ।

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


দেবাশীষ সরকার

জন্ম ও জন্মস্থান : ০৩রা ডিসেম্বর, ১৯৯৭ ও রামকৃষ্ণপুর, দিওড় গ্রামপঞ্চায়েত, কুমারগঞ্জ ব্লক, দক্ষিণ দিনাজপুর প্রথম লেখা প্রকাশ : মোহিনী পত্রিকায় লেখায় কি পাও: এক কৃত্রিম অক্সিজেন। কবিতা কেন লেখ: কেনো লিখি এটা বলা মুশকিল। তবে কিছু প্রাপ্তির জন্য লিখি না। প্রিয় কবি: এখনও অনেক কিছু জানা বাঁকি। তবুও প্রশ্নের খাতিরে ভাস্কর চক্রবর্তী কেই এগিয়ে রাখবো।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।