ডায়েরি

নীলাদ্রি দেব on

আর কখনও জ্বর, কোনও জ্বর আসবে না 
পুড়ে যাচ্ছি বিষণ্ণ বিকেল থেকে 
আর কত তাপ মেখে নেব 
স্মৃতির উঠোনগুলো ছিদ্র ছিদ্র আলো দিত বলে
   সমস্ত শকুন-ডানা ঢেকে দেয় সূক্ষ্মতর শ্বাস 
বাঁচার তাগিদ সব এলোমেলো 
                ছটফটে দৃশ্যই যেন  
দু'তিনটে চোখের পলক 
           ব্রেক কষে রেখে যায় ছাপ 
এমন প্রপাত! 
রং গলে গলে আসে অস্পষ্ট মৃত্যুর পাশে 
যে আলো পোশাকের নিচে স্থির
               জীবন, ততটুকু পুষে রাখা 
বাকি সব… 
থাক.

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


নীলাদ্রি দেব

জন্ম 14 এপ্রিল 1995, কোচবিহারে। শারীরবিদ্যা নিয়ে স্নাতক স্তরে পড়বার সময় থেকেই সক্রিয় ভাবে কবিতাচর্চ, কবিতার পাশাপাশি ব্যক্তিগত গদ্য, নিবন্ধ নিয়মিত লিখছেন লি'ল ম্যাগ, ওয়েব ম্যাগ, দৈনিক পত্রপত্রিকায়। বর্তমানে শিক্ষকতার সাথে যুক্ত। আছেন 'বিরক্তিকর' সাহিত্য পত্রিকার সম্পাদকমণ্ডলীতে। প্রকাশিত কাব্যগ্রন্থ- ধুলো ঝাড়ছি LIVE (2016), জেব্রাক্রসিং ও দ্বিতীয় জন্মের কবিতা (2019), এবং নাব্যতা (2019)। কবিতায় তীব্র বাঁচতে চান. ভালবাসেন লোকজীবন, প্রকৃতির কাছে গিয়ে দাঁড়াতে। কেন লেখেন? "প্রতিদিন এত মানুষের সাথে থাকার পরও, কেন জানি না, আমি ভীষণ একা। একা থাকা কেউ সবার আগে টার্গেট করে নিজেকে, আমিও। আমি খুঁড়ি, বাইরে থেকে হয়তো মনে হয় কবিতা লিখছি।"

1 Comment

রাহেবুল · এপ্রিল 24, 2020 at 12:04 অপরাহ্ন

এখনও অব্দি যে ক’টা লেখা পড়লাম এ সংখ্যায় তার মধ্যে এটা সবচেয়ে ভালো লাগলো।

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।