সম্পাদকীয়
ঝলসানো রুটি ও কবিতা প্রাসঙ্গিকতা
ফিরতে গিয়ে দেখি রুটির মতো চাঁদ পড়ে আছে রাস্তায়। সর্বাঙ্গে রক্তমাখা জ্যোৎস্না। কার রক্ত , কিসের রক্ত। সেই রক্তে অযোধ্যা লেগে আছে , নাকি মক্কা। এসব চুলচেরা বিশ্লেষণে ভরে উঠছে ব্ল্যাক করিডোর। কামান দেগে স্যানিটাইজ করতে গিয়ে ভুলতে বসেছি আত্মার মাংস ও অস্থি এখনো স্যানিটাইজ করা বাকি। যে বিভেদের রাজনীতি আরও পড়ুন…