অদৃশ্য অবয়ব


জন্ম ১৯৭৯ সালে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে। বর্তমানে বালুরঘাটে স্থায়ীভাবে বসবাস। পড়াশুনা বালুরঘাট হাই স্কুল, বালুরঘাট কলেজ, NBU থেকে। পেশায় শিক্ষকতা। ভালো লাগে রং,তুলি,ক্যানভাস আর গন্তব্যহীন ভ্রমণ নেশায় মজতে। অবসর সময়ে কাগজ কলম সঙ্গী করে প্রকৃতির অনাবিল আনন্দ ভাগ করে নিতে ভালোলাগে অক্ষরের মাধ্যমে নোটবুকের পাতায়।।
ছেলেবেলা থেকেই অদ্ভুত ডানপিটে স্বভাবের ছিলাম। মানে এতটাই বাড়াবাড়ি রকমের যে… ভয় নামক ভয়ংকর বস্তুটিই আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে না যায়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখার বিষয়। তবে হ্যাঁ,আরশোলার কাছে আমি চিরকাল কাবু।একে যদি ভয় আরও পড়ুন...
0 Comments