ভেসে আসছে মৃতের গন্ধ

অনীশ ঘোষ on

রোদ্দুর ফেলে আসে মেঘের দূরভিসন্ধি
মূর্তি সংকোশ হয়ে স্রোত আগলে যায় রায়ডাক,
ভাতের কান্না শুনতে পায় স্নিগ্ধ পথচারী,
শূন্যে ভেসে চলা ধবল বক রাষ্ট্র চিনে গেছে বজ্রের টানে,
এখনো বৃষ্টি নামায়নি চষা জল
কাদাশরীর প্রতিবাদে যায়নি এখনো মৌনভাবে,
তবে প্রতিটা কীটই জানে রমনের ফলশ্রুতি |
বায়ু চড়ে ভেসে আসছে যেন অচেনা গন্ধ, মৃত গন্ধ |


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


অনীশ ঘোষ

জন্ম : কোচবিহার জেলার খোল্টা গ্রামে ১৯৯৫ সালে | শিক্ষা : কোচবিহার কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্সসহ স্নাতক | এরপর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে স্নাতকোত্তর | প্রথম কবিতা প্রকাশ কলেজের বিভাগীয় পত্রিকায়| পরবর্তীতে বিভিন্ন লিটল ম্যাগাজিন,পত্র পত্রিকায় কবিতা লেখালেখি করে চলেছেন নিয়মিত| কবিতা ছাড়াও ভালো লাগার ক্ষেত্র ছোটগল্প, উপন্যাস, অণুসাহিত্য, অনুবাদ, সমালোচনা, লোকসাহিত্য সঙ্গীত ইত্যাদি |

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।