সেই কালো রঙের সমুদ্র

এমন এক সমুদ্র আমার পা ডুবে আছে যার জলে
একবারও এখনও দেখিনি সূর্য জন্ম নিয়েছে, ঢেউ এর গর্ভ থেকে …
তবে কি এই লবণ জলে ডুবে মরে গেছে
আলো?
অথবা ভাবা যেতে পারে, এই ভেজা সূর্য হারিয়ে ফেলেছে পরিচয়, ঠিকানা এবং সুখের আগুন …
সব রঙ শুষে যায় যে শরীরে
সে অন্ধকার রঙের হবে এ আর এমন কি কথা!
0 Comments