রঙ

তারপর লাল রঙ দারুণ চিৎকারে
ঘুম ভেঙে দেখি অল্প অল্প দুলছো
আর নদী-অন্ধকারে শাদা হচ্ছে
উড়ন্ত চাঁদের কুঠার
ছাইরঙ এত নীল গর্জন তার,
তুমি মেঘলা হতে হতে হেসে উঠলে
চকিত বিদ্যুতের আগুন গাছ
ঝাউবন খুলে ছুটে যাই বিকেলসমেত
ধুধু জানলা ফুঁড়ে ওড়াই ঘন কমলা ঘুড়ি
উড়তে উড়তে মুহুর্তের বাগানে
ভোকাট্টা! পারে না..ইসস
দুয়ো দেয় হাওয়া-মেঘ-জলের দেওয়াল
ছেঁড়া ছেঁড়া পালকের রঙ
গিঁথে যায় অবৈধ স্বপ্নর ভেতর।
0 Comments