পাথুরে অর্কিডের স্মৃতি

দুজনেই জানি এই নদীজলে পা দুটি ডুবিয়ে বসা
কিছুটা সময় জুড়ে কাটাকুটি
ভেতরের কান্না বিনিময়
আর… ছায়াছবি আবছা হয়ে আসে
কতদিন হলো…মনে নেই, মনে নেই
ভুলে যাওয়া আর মরে যাওয়া সমার্থবাহক
এখানেই গল্পের ক্লাইম্যাক্স
তারপর ফিরে আসা, নাকি ফিরে যাওয়া
শেষাংশের অবশিষ্ট কান্নাটির কাছে?
আসা ও যাওয়ার মাঝামাঝি
আশ্রয় নেওয়ার মতো কোনো শব্দ নেই।
কেন নেই? থাকলে কার কী আসতো যেতো?
ঈর্ষাগোলকের স্বরে তুমি বলবে ‘পলায়ন’
আমি জানি আমাদের পা ধোওয়া ঝর্ণার জল
এ গোলাকার পৃথিবীকে ছেড়ে পালাতে পারেনি
0 Comments