মাৎসর্য

প্রতিবেশি বাড়ি।
লাল এক গাড়ি। তিনতলা ছাদ,
লাল নীল হলদেটে ফুলের বাগান।
এ’ বাড়ির হাল —
ধ্যাদ্ধেরে স্কুটি, রঙচটা ঘর,
শ্যাওলার ছোপধরা কাঠের দালান।
বউটি দেখে রোজ।
গুঁড়ো গুঁড়ো ব্যথা, চাপানো কান্না,
ধরে রাখে বুক, চোখ টান টান…
হাওয়ার মন্ত্র,
ঘূর্ণিসঙ্কেত, জাদুটোনা কত,
গরলে ভরেছে তার কাঁচা দুটি কান;
কার্নিশে উঠে
ঝড় হয়ে ছোটে। ভেঙে দিয়ে টব
অতলে লাফায় তার ছেলেসন্তান।
0 Comments