জীবন পেরিয়ে দু’ পা

আমি একপা বাড়িয়ে দিয়েছি ঈশ্বরের দিকে
অন্য পা রেখেছি জানোয়ারের জিভ থেকে পড়া
বিষাক্ত লালার উপর, বাকিটা বাস্তব জীবন!
স্বর্গীয় ধংসস্তুপের ভিতর থেকে বেঁচে ফিরে আসা
রত্নাকর ছারপোকা চুম্বন দিয়ে যায় আধপোড়া ঠোঁটে
তারপর চুষে নেয় সমস্ত মানবিক রস বর্ণ-গন্ধ ব্যতিরেকে …
শরীর, যতটুকু ছিল পৃথিবীর, হয়ে ওঠে বুভুক্ষু পিপাসু
কুলীন মৃত্যু ভেসে আসে বিয়োগান্ত ঝড়ে
অতঃপর দেহ ছেড়ে হাঁটতে থাকি অ্যানুবিসের হাত ধরে
পিছনে ডাকেনি যদিও কোন একান্ত আপন
তবু চেয়ে দেখি, বেঁচে আছে শুধু আমার
সেই দু’টো পা …
0 Comments