আকণ্ঠ ডুবে আছি আমি

আকণ্ঠ ডুবে আছি আমি।
টেবিলের নিচে জীর্ণ কাগজের মতো
পড়ে আছে প্রিয়তমা চাঁদ,
বিছানার নোংরা বালিশের মতো
এক হাতে গুটিয়েছি প্রশস্ত অনন্ত আকাশ;
ভাসিয়েছি শতদ্রর জলে
কুচি কুচি কেটে
কোকিলের সমস্ত ঠোঁট,
কুহু কুহু ধ্বনি,
স্বাধীন সঙ্গীত।
মেঘেদের শ্বেতশুভ্র ভেলা, গাছ, পশু-পাখি,
সবুজ প্রকৃতি
ছিঁড়ে যাওয়া জুতোর মতো ছুড়েছি
অতীতের নক্ষত্রের গায়ে।
আমি সত্য অথবা মিথ্যারও প্রত্যাশী নই,
আলো বা অন্ধকার সমানই চলৎশক্তিহীন
আমার হৃদয়ের পথে।
তবুও আকন্ঠ ডুবে আছি আমি,
ব্যথা ও বেদনায় কঁকিয়ে ওঠে মধ্যযামে
আমার ধুকধুকে বিষণ্ণ পৃথিবী;
দেওয়ালের প্রতিটি কোষে,
গ্রামে ও নগরের শেষে,
ঝোপেঝাড়ে, কাশের আড়ালে,
সমুদ্রের উদাস হাওয়ায় বয়ে আনে
বিষাদ অসুখ।
ভবিষ্য-অতীতের হে প্রিয়তমা,
প্রজন্ম আমার, তুমি ডাক দাও বুঝি?
তোমার মথিত জিহ্বায়
বৃষ্টির ফোঁটার মতো ঝরে পড়ে অবিরল লানত!
পাপ ও বেদনায় আকণ্ঠ ডুবে আছি আমি,
বৈপ্লবিক প্লাবনের মতো
পঁচা-গলা সমাজের বিষাক্ত নখ,
ছিঁড়ে খায় হিংস্র হায়েনার দাঁতে
আমার হাড় ও পাঁজর; আমি
বিদ্ধ হই, পরাজিত হই।
প্রভাতের শিশিরের ঠোঁটে
জমেছে অদৃশ্যের মতো
কোনো এক অজানা অসুখ।
0 Comments