হাঁপ

ডাঃ চঞ্চল দত্ত on

হাঁপ ধরে গেলো এক আকাশ-
গলার কাছে উপস্থিত কাঁটাওয়ালা জুতো-
আর বুকের উপর আস্ত একখানা কারাকোরাম।
আজকাল সব বৃষ্টির গুড়োই আম্লিক-
আজকাল সব জোছনার আলোই আলকুশি মাখা-
আজকাল সব কুয়াশার চাদরেই চোরকাঁটা ঠাসা-
আজকাল সব শাল পিয়ালের গায়েই গোটা গোটা বাঘনখ।
সব অনুভুতির নদীগুলোই এক লাফে গভীর খাদে-
তাই জীবনের প্রতি বাঁকেই এক একটা জলপ্রপাত।
কিন্তু আবার ইটচাপা সাদা ঘাস হবেই সবুজ-
আবার পৃষ্ঠা চাপা পাথরকুচির পাতায় শিকড়-
আসলে-
তুমি ফিরবে তো সিঞ্জনী ?

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


ডাঃ চঞ্চল দত্ত

প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আধিকারিক। বন্য প্রাণী নিয়ে কাজ করছেন প্রায় ২৫ বছর। লেখালেখি স্কুল জীবন থেকেই। পুরুলিয়া জেলা স্কুল থেকে পাস করে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাণী বিজ্ঞান এ স্নাতকোত্তর  ও বর্তমানে  সহ- অধিকর্তা  প্রাণী সম্পদ বিকাশ বিভাগের ঝাড়গ্রামে ।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।