নৌকাবাড়ি

উদয় সাহা on

সম্প্রচারের অমল আলোয় উপত্যকা —-
বেয়াল্লিশ ইঞ্চ এলইডি স্ক্রিণে খিলখিল করছে টিউলিপ
লাল,হলুদ,গোলাপি ; দুধ রঙের চাদর,
নৌকাবাড়ি ; ঠোঁটে ছড়া বয়ে চলা জেহলাম…

হার-জিতের সন্ধে—
সিলসিলা আমাদের বহুবার দেখা
সবই চলে যুদ্ধে আর প্রেমে
আমি অমিতাভ তুমি রেখা

এইতো সেদিন এক তরুণ গল্প লিখেছে ওয়েবজিনে
খোলা জানলায় উড়ো চিঠি পহেলগাঁও প্লট
এক তরুণী ভালোবেসে লাল গোলাপ এনেছে কিনে
লিখেছে চিঠি –‘ প্রিয় সৈনিক, থ্যাংকস আ লট ‘

রেলিং এ ঝোলানো টবে ফুলগুলো লতপত করে হাওয়ায়
কিছু লিলি আর ডেইজির কথা
আমার ঠোঁট থেকে চালান করি তোমার ঠোঁটে
গল্প বলার অছিলায়

আমি দু’ধাপ সিঁড়ি আরো নেমে আসি
জেহলাম বয়ে যায়…

ডিমলাইটে আমাদের ঘর যেন এক নৌকাবাড়ি
ঘরময় আতরের গন্ধ …


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


উদয় সাহা

জন্ম কোচবিহারে। ইংরেজি সাহিত্যে স্নাতক স্তরে পড়বার সময় থেকেই লেখালেখি শুরু। গদ্যের পাশাপাশি কবিতা ও প্রবন্ধ লিখছেন লিটল ম্যাগ, ওয়েব ম্যাগ,দৈনিক পত্রপত্রিকায়। বর্তমানে মেখলিগঞ্জে উপনচৌকি উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের শিক্ষক। রয়েছেন ' মুজনাই ' এবং ' মোহনা ' সাহিত্য পত্রিকার সম্পাদকমন্ডলীতে। প্রকাশিত কাব্যগ্রন্থ ' পেজমার্ক (২০১৭)। বিশ্বাস করেন কলম হাতে যাপন নিতান্তপক্ষে মাটিকে ভালোবেসে চাষীর জীবন ব্যতীত কিছু নয়।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।