নাড়া

ক্রান্তীয় গৌতম on

কম আলোর বিজ্ঞাপনে
আমি সাধু
তোমাকে জরিয়ে ফেলছি তীব্র

গতিতে চমক
গড়িয়ে পড়ছে যেখানে –
আমি ও তুমি, আর কোলাহলী আবহ
ছাদটা নিচু
আরও নিচু ধোঁয়া খোঁজা ও
গর্তে পালানোর পেছন কোন

গুড়ো রাস্তা, গুড়ো সন্ধ্যের মৌনতা
বিপন্ন বেয়ারার গলায় একটা সাঁকো ছিল
সঙ্গমের মুহুর্তে উঠে আসা বাম পকেট জুড়ে
ছোলা ভাজারাও…

সাফল্যের জায়গায় এবার পকেট
এই প্রথম লোভ ছাড়াও কিছু পিপাসা সমোদরদি

লবন মেশাতে দেরি হলে
সমুদ্রের স্বাদ বঞ্চিত থেকে যায়
যারা বলে ভালো
কানে কানে আমি ঢেউ গোনার তাগিদে
তাদের চাপিয়ে দিচ্ছি বালির আয়ু

এই পুন্যভূমি আসলে এক অভ্যাস
যদি আবিষ্কারকে পিরামিড দিতে পারো…


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


1 Comment

Siddhartha · ডিসেম্বর 10, 2019 at 11:56 অপরাহ্ন

Valoi to…

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।