এভাবেই সাঁকো দোলে

রাজর্ষি দে on

পুড়ে যাওয়া স্থান কালে পা রেখে
নিদ্রাও স্বপ্নহীন আজকাল
অবচেতনও চেতন ধারণ করে না
এতটাই নিষ্ফলা জমি
শব্দের মাঝে হাইফেন ফেলে রাখি
এভাবেই সাঁকো দোলে


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


রাজর্ষি দে

জন্ম ১৯৮৬ সালে। বেড়ে ওঠা পুরনো কলকাতার গলিঘুজিতে, কিন্তু পড়াশুনো দক্ষিন কলকাতায়। কবিতা লেখা শুরু জুনিয়র স্কুল থেকেই। শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং থেকে কারিগরি বিদ্যার পাঠ। চাকরি জীবনের শুরু থেকে লেখালিখিতে লম্বা বিরতি। ফিরে আসা পাঁচ বছর পরে। বর্তমানে নিয়মিত লিখছেন কৃত্তিবাস, ভাষানগর, মধ্যবর্তী, রক্তমাংস, কবিতা আশ্রম, আবহমান, অপদার্থের আদ্যাক্ষর এবং আরো অনেক পত্র পত্রিকায়। প্রথম বই "ইতিহাসে লেখা নেই" প্রকাশ পেয়েছে ২০১৮ কলকাতা বইমেলা। সাম্প্রতিক প্রকাশ পেয়েছে দ্বিতীয় বই "মাধবীলতা, আপনাকে"। কবিতাকে নেশা বা পেশা নয়, নিজের "কাজ" বলে মনে করেন কবি।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।