আরেকটি প্রেমের কবিতা

রঙ্গন রায় on

দুদিন স্নান করিনি বলে তোমার বাড়িতে যেতে লজ্জা করে
পাপোশের পাশে জুতো খুলে রাখার সময় যদি তুমি গন্ধ পাও
আমার দুদিনের পুরোনো শরীরের !
লোকে বলে এসব আঁতলামো
আমি লোকের কথা শুনে তোমার বাড়িতে যাওয়া বন্ধ করে দিই
এখন আমি নিঃশব্দে চলে যেতে পারি করলা নদীর ধারে , নির্জনে
যেখানে মিস্ সেনের কথা মনে পড়েছিল সেদিন
নাটক দেখে ফেরার পথে কি অপূর্ব পদ্ধতিতে জড়িয়ে ধরেছিল
আমার হাত , শাড়ির আঁচলে তার , মায়ের গন্ধ পেয়েছিলাম –
এসব ভাবলে বড় আশ্চর্য লাগে – মনে হয়
ফলের বীজ পেটের ভেতর চলে গেছে –
শৈশবে মায়ের সাবধান বাণীর মত
সারা শরীর ফেঁটে বৃক্ষ বেরিয়ে আসতে চাইছে ধীরে ধীরে


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


রঙ্গন রায়

জন্মঃ ১৫ই মার্চ ১৯৯৮ , জলপাইগুড়িতে। বাংলা সাম্মানিক স্নাতক স্তরে পাঠরত। প্রকাশিত বই - "প্রাপ্তবয়স্কতার পূর্বদিক" । পুরস্কার - "তপতী চ্যাটার্জী সাহিত্য পুরস্কার , ঐহিক , ২০১৮" ।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।