অমোঘ শক্তি

জয়ন্তী কর্মকার on

চারিদিকে ছড়িয়ে থাকা এত মানুষের গভীর
পতন থেকে উত্থান ,
আমি কুড়িয়ে নিই টুপটুপ করে।
ভরতে থাকি, আমার ভেতরের খালি থাকা
ভীতু থলিটায়,
জমা করি শক্তি।
বোঝা হাল্কা করে বুঝতে চাই, ভারী জীবনে
হাল্কা থাকার মানে।
আঙুলের রামধনুকে বিদায় দিয়েছি
মনের তেজকে জ্বালিয়ে।
ভেঙে পড়া ম‌ই সিঁড়িটাকে বেঁধে
ঠেকিয়ে রেখেছি আকাশে ,
যেখানে কলুঙ্গিতে সারি সারি সাজিয়ে রেখেছি
স্বপ্নদের।
ভেঙে পড়া স্বপ্নদের,
হেরে যাওয়া স্বপ্নদের,
পড়ে যাওয়া স্বপ্নদের আর
বেঁচে ওঠার স্বপ্নদের।
নড়বড়ে পা ম‌ই সিঁড়িতে ভর ক’রে উঠে যাবে যেইদিন আকাশে
স্বপ্নরা সেইদিন তাদের ঠিকানা বদলে
আকাশকে ছুঁয়ে
পদার্পন করবে এই পৃথিবীতে।।

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


জয়ন্তী কর্মকার

জন্মস্থান বাঁকুড়া। বেড়ে ওঠা বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর মিলিয়ে। প্রাথমিক শিক্ষা বাঁকুড়াতে পরে পশ্চিম মেদিনীপুরে। বর্তমানে স্থায়ী বসবাস কলকাতা। প্রাইভেট ফার্মে চাকুরীরতা। পাশাপাশি ফ্রিল্যান্সার অ্যাঙ্কারিং এবং অভিনয় করে থাকেন। আবৃত্তি করতে ভালোবাসেন। কবিতা, গল্প লিখতে ভালোবাসেন। জনান্তর, ঘাটপেরিয়ে, চিত্রকাব্য, ৯ নং সাহিত্য পাড়া লেন, শব্দশাঁকো, নবপ্রভাত, নবপ্রয়াস, শ্রুতিলিখন - পত্রিকায় নিয়মিত লেখেন। এছাড়াও নমিতাঙ্গন, খাস সমাচার, ফুলকি, চিকন , কাগজের ঠোঙা, লন্ডনের -ব্রিকলেন, অস্ট্রেলিয়ার- সুপ্রভাত সিডনি, বাংলাদেশের - বিদ্রোহী সাহিত্য পরিষদ - এই পত্রিকাগুলিতে লেখা প্রকাশিত হয়েছে।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।