সোনালী আবাসন

৫.
জানালা রোদ্দূর পেতেছে বিছানায়।
নায়িকার ছায়া সেজে উঠেছে দেয়ালে।
বালিশে বালিশে ট্রেন ঘর
ডাক আসছে অনেক দূরের
উত্থিত গ্রীবা
বাহার নেমেছে পালকে ঝরণা কলমে
স্নানের পর
পরের বার স্পষ্ট ঠিকানা লেখার কথা
ভুল যেন না হয়
৬.
সেই সুপুরি বাগানের সুপরিচিত চোখ
ঋতুকে খুলে পরখ করে
এক এক সকাল
হোমটাস্কের মাষ্টারমশাই
খাতা ভরলেই হল
খুশির ভিতর জেগে উঠেছে দিল
ঘুঘুদের সংসার অনেক ডানাকাকলিতে
৭.
হঠাৎ দরজা খুলে গেরো বেরিয়ে পড়ে
পাইপ পাইপে পাইপার গায়
হারানো শিশু গান অবেলায়
পাশাপাশি ঘর
ধরে রেখেছে গল্পের নাম
দিনরাত্রি কিছু পাওয়া না পাওয়া
৮.
টবের জমা অনেক দূর ছড়ায় জল
সূর্যের জ্যান্ত মুখ খুব মনে পড়ে
ছোট চারায় চারায় আলো শিহরণ
দিব্যি মাথায় খেলে
দেখা না – দেখা খেলা
কোনিদের সাঁতার সাঁতার
জোর প্রতিযোগিতা
ছাদ থেকে ছাদ ঘুড়ি কেটে যায়
0 Comments