সীমানা পেরোতে পারে না

অরূপম মাইতি on

নিরুত্তাপ সীমানা ধরে গড়িয়ে আসছে
একটা বল...একটা সুতোর বল
এক প্রান্ত ধরা তোমার হাতে
আর এক প্রান্তে বাঁধা
আমার সুখ, দুঃখ, আনন্দ, খুশি যাবতীয়……
লাটাই ছাড়লে কখনও
           দুঃখে লেপটে সুখের ফোয়ারার মুখে
           আনন্দ, পাপড়ি মেলে বসে
আবার কখনও
           সকালের টাটকা তাজা রোদে
           খুশি, মিইয়ে যায়
সব ওলটপালট হয়ে গেলেও, গোলক
সীমানা পেরোতে পারে না
ঘাসের কাঁটায় বিঁধতে বিঁধতে
আবার গড়াতে শুরু করে
যেভাবে পূর্ব থেকে পরপুরুষ ছুঁয়ে
রাত থেকে দিন, চুঁইয়ে চুঁইয়ে
মাটিতে জল জমেছিল....

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


অরূপম মাইতি

জন্ম তারিখঃ ০১।০১।১৯৬৫, জন্ম স্থানঃ কলকাতা। বাবাঃ স্বর্গত নারায়ণ চন্দ্র মাইতি। মাঃ স্বর্গত পুষ্প রাণী মাইতি । শিক্ষাঃ স্নাতক (বিজ্ঞান)। পেশাঃ আধিকারিক, ভারত সরকার, রেলওয়ে মন্ত্রক। প্রকাশিত গ্রন্থাদিঃ ১। শূন্য থেকে ফিরে (একক কা্ব্যগ্রন্থ), ২। রুদ্ধ স্রোত (একক গল্প সঙ্কলন), ৩। একবিংশের কবিতা সংকলন (সমবেত কাব্যগ্রন্থ), ৪। সপ্তর্ষির আলো (সমবেত কাব্যগ্রন্থ), ৫। নির্বাচিত কবিতা-শতক (সমবেত কাব্যগ্রন্থ), ৬। এ প্রজন্মের ৩২ জন কবির কবিতা (সমবেত কাব্যগ্রন্থ), ৭। আখ্যানমঞ্জরী (সমবেত গল্পগ্রন্থ), ৮। নির্বাচিত প্রেমের গল্প (সমবেত গল্পগ্রন্থ), অনুবাদ গ্রন্থঃ ১। স্মরণিকা (প্রয়াস সাহিত্য উৎসব ২০১৮ - বিশিষ্ট কবিদের ২২টি কবিতার অনুবাদ), ২। বিস্মৃত যুগের শব্দ (কাব্যগ্রন্থ-কবি সৌমেন চট্টোপাধ্যায়ের ২৯টি কবিতার অনুবাদ), সম্পাদনাঃ ১। দশমীর চাঁদ, (দশ কবির কাব্যগ্রন্থ), ২। সং অফ দি সোল (বিশিষ্ট কবি আবদুস শুকুর খানের নব্বইটি কবিতার অনুবাদ গ্রন্থ), ৩। সমকাল (একটি ধারাবাহিক সাহিত্য পত্র্‌)।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।