সাধারণ গল্প ?

সাধ করে তোর নাম রেখেছিলাম মেঘলা।
শূন্যে ঘুসি ছুঁড়ে ,ভেবেছিলাম আমি জয়ী ।
“ব্যর্থতার দিন কেটে গেছে ভেবে ……………
নকল ব্যর্থতার জাল বুনেছিলাম –আরও সফলতার লোভে ।”
সফলতার সাদা বালিতে হাঁটতে হাঁটতে হথাত চোড়া বালি
ডুবে যাচ্ছি অথচ আরও ডুবতে চাইছি ।
আমিই বলছি আরেকটু ডুবতে দাও…………
চিৎকার করছি আরেকটু — আর কিছুক্ষণ থাকতে দাও
সাদা বালিরা যত হাতছানি দিচ্ছে……
চোড়াবালিকে তত বলছি… আমায় ডুবে যেতে দাও……
না বালি আর ডুবে থাকতে দিল না নিজের মধ্যে………
সে বলল,
আমি চোড়াবালি শুধু গ্রাস করতে পারি ।
আমি মাংসাশী শুধু রক্তের স্বাদ চিনি ।
আমি দণ্ডকলস কেবল জারিত করে কঙ্কাল করতে পারি ।
আমি জল্লাদ……আর প্রাণ কেড়ে নেওয়া আমার কাজ ।
আমার বাগানে কোনও ফুল নেই , আছে অজৈব সার ।
আমি হরকা বান…ভাঙ্গনের খিদে মজ্জাগত ।
ওগো কুন্তলা
দোহাই তোমার
মুখ ফেরাও ।
0 Comments