রোদ্দুরবেলা

বিষন্ন নব্বই জুড়ে
রোদ নিতে নিতে আমরা ক্লান্ত হলাম
কুরুবকের মতন বকবক করতে করতে
আমরা পেরিয়ে যাচ্ছি রাস্তার কলতলা
নেড়া মাঠ আর মেদুর স্টেশন
চায়ের ধোঁয়ার সাথে যারা উড়ে যাচ্ছ
আমায় নাও
দুপুরের বিষন্ন এন্টেনায় যারা বসে আছ
আমায় নাও
আমি পায়ের পাতা খুঁজে পাই না
আমার কবন্ধ জন্ম জানলায় বসে কেটে গেল
যে ছেলেটা জং ধরা লোহার শিক ধরে আছে
সে আসলে উন্মাদ হওয়ার অপেক্ষা করছে
পাগলের গায়ে ভীষণ শক্তি
তাই আধলা গায়ে ঠোকা খেয়ে
নক্ষত্রপুঞ্জে ছড়িয়ে যায়
সে আমাকে বলেছিল বৃষ্টির গন্ধ আছে
পাগলে কীই না বলে
0 Comments