রাই বিশ্বাস

কিছু ভুল থাক বাঁধা গল্পে কিছু শর্ত রোজনামচায় তিন সত্যি থাকে গোপনে বড় মিথ্যা বেশি নাম চায় যাদু বাছা ধন প্রেম রঙা হাত হাসে নিধুবন হাসে খলিফায় আহা কষ্ট স্বাহা অগ্নি- বড় অসুখে তিনি বলি চায় তাকে বলে দাও পথ পিচ্ছিল সুখী মিছিলে ডাকে আয়ানের ফাঁকে কাদা জল বড় বেহায়া ছড়ে বেহালা কোন ছায়া নেই আমি থাকছি উপসংহার- গুরু গম্ভীর চাই নিঃশ্বাস যত কান্না সব ধাঁধা হোক কালোমানিকে রাই বিশ্বাস।
0 Comments