বৃষ্টি ও রাত

বৃষ্টির উল্লাস থেকে উঠে আসছে নৈসর্গিক আলো
কিশোরীর এক বুক ইতিহাসের দৃষ্টি বিনিময় …
খবর রেখেছে শুধু বুঁজে যাওয়া পুকুর
কাঁচা বাশের গন্ধের মাদকতা জলছবি আঁকে শরীরী কম্পনে
কথায় কোয়াণ্টাম থিওরি জাগিয়ে তুলে
নখ খুঁটে খায় অভুক্ত রাত
নিয়ত চড়াই পড়া উঠোনে বধিরতা ভাঙে
স্বপ্ন ও সিঁথির মাঝে বয়ে চলা নদী
0 Comments