বিদায়ের প্রতিধ্বনি

সুতো আলগা হয়ে যাচ্ছে,
অনুভবে বুকের মাঝে মৃত নদীর শব্দ,
আমি সবকিছু ছেড়ে ঢের দূরে
বোবা পৃথিবীর কোলে নিশ্চিন্তে আছি।
তুমি ভয় পেও না,
এই যে চারদিকে বিদায়ের প্রতিধ্বনি –
পায়ের কাছে লুটিয়ে পরে স্মৃতি,
অনায়াসে বাতাসে উড়িয়ে দিয়েছি তার কথাদের।
একটি বেতের চেয়ার বেছে নিয়েছি-
শুধু দেখছি সারাদিন প্রান্তর জুড়ে বৃষ্টি।
0 Comments