ফেরার

অনির্বাণ চন্দ on

ধর্ম বড্ড সস্তা, তুমি ধর্ম নিয়েই থাকো
আগুন দিয়েই অন্ধকারের বেদম ছবি আঁকো

শেষ হয়ে যাক সব, কোন ধর্মে জিরাফ হবে?
মিছিল হাঁটে ময়দান জুড়ে। কেএফসি-তেও যাবে?

সারাটা গায়ে চিনচিনে ঘাম, গরম লাগে বেশ
ফুরিয়ে ফেলার আগেই খতম নজরদারির রেশ

কাটবে আঁধার? কেউ জানে না, নদীর ও’পাড়ে ঘর
ভোটের ব্যালট কবেই খতম। এইবারে তুই মর!

ভোট(ধর্ম), জোট(ধর্ম), এসব নিয়েই বাঁচা
সত্যি বলতো, নিজের জন্য কিনেছিলিস খাঁচা?


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


অনির্বাণ চন্দ

জন্ম মামাবাড়িতে, আরামবাগ। বড় হয়ে ওঠা কোলকাতায়, পড়াশোনাও। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ার ২০০৭ সালে। বর্তমানে ইন্ডিয়ান অয়েলে কর্মরত। শখের লেখক, আদতে পাঠক। নেশা, বলাই বাহুল্য, বই পড়া। পড়ার বিষয়ের কোনো বাছবিচার নেই। সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রায়-অন্ধ ভক্ত। ২০১৬ সালে প্রথম ছাপার অক্ষরে লেখার প্রকাশ, বিভা প্রকাশনী থেকে এবং লিটল ম্যাগাজিন 'রংছুট'-এ। 'অ-লেখক' হবার স্বপ্ন দেখার বদ অভ্যাস ত্যাগ করতে এখনো অপারগ।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।