ফিরিস্তি

শিবাশিস দত্ত on

গানের মাঝে একটা বিশৃঙ্খলা হয়ে দুলছ কেন? আমার সঙ্গে রঙ্গ করছে বিজনপুরের মেয়েরা,যাদের চুম্বন-আঁকা
গালে লাল আবীরের দাগ আজও লেগে আছে। বিবাহিত যৌনতার মেঘ কেটে গেলে শ্যামবাজারের পাঁচমাথার
মোড় থেকে নবদম্পতিদের একটা মিছিল বেরোবে। তুমি সে মিছিলে থেকো। হারানো আংটির মতো জলে ডুবে
ছিলে অনেক কাল, এবার দাহ্যতার তারতম্য দিয়ে প্রিয়জনের মেজাজমর্জি পরিমাপ করো। মৃত্যুভয় থাকে যদি,
খুব ভোরে বিছানা ছাড়তেই হবে। অপমানের ফিরিস্তি তৈরি করে তার সামনে দুবেলা বসে থাকো, অথচ এ কী
অদ্ভুত পোশাক তোমার ! এ যে দেখছি তোমায় নারদ নারদ লাগছে! বেদখল হয়ে যাচ্ছো নাকি!

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


শিবাশিস দত্ত

তিন দশকেরও বেশি সময় পত্রিকা সম্পাদনা ও লেখালেখির সঙ্গে যুক্ত। কবিতার বই (কুয়াশা রঙের চোখ) এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে। এ যাবত প্রকাশিত বই: সাত সতেরো(রিপোর্টাজধর্মী লেখার সংকলন), আত্মদর্শিনী (গল্পের বই)।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।