পৃথিবীর যুক্তাক্ষর বাঁধন

পৃথিবীর শেষতম গাছ আজই শেষ হয়ে গেল
তার থেকে তৈরি হওয়া গিটারটির নকশার ওপর ফুঁ দিচ্ছে
একটি আধমরা দেহ –
কত সেকেন্ড সে তার ভুলগুলো শুধরে নেওয়ার ভেতর বসে
কাঁদতে পারবে?
দেহটির ভেতর জ্বলে উঠছে একটি কাক
জ্বলছে একটি সমসাময়িক কবিতার আবৃত্তি
চোখ ক্রমে ঝুঁকে আছে ছিঁড়ে যাওয়া
জুতোটির দিকে
মানুষটি আকাশ ছুঁতে গিয়ে
মাটির অভাব চিনতে পারলো কি..?
চাইলেই দেহ থেকে পেরেক তুলে নেওয়া যায় না। আজ
সারাদিন বিভোর সুরে ভাঙা গিটারটি গেয়ে চলবে…
সেই সুরে পুড়ে যাবে সমগ্র পৃথিবীর যুক্তাক্ষর বাঁধন
1 Comment
আমিনুল ইসলাম · অক্টোবর 9, 2019 at 11:31 অপরাহ্ন
দারুন অনুভব, অসাধারণ।