পরিমাপ

পৃথিবীটা আদতে সিঁড়ি আর, ট্রাপিজের মোড়ক
তাছাড়া, কিছুই নয়! সুবোধের প্রাতঃস্মরণীয়
‘ দি রয়্যালবেঙগল টাইগ্রেস ‘ বলেছিলেন, নির্মোহ
জগতে আত্মীয়-বন্ধু, কেউ নয় , শুধুই , বিশ্বস্ততার
পরিমাপ !
ট্রাপিজে ওঠার পর সিঁড়িখানি যেন
ফেভিকলের মতোই বিশ্বস্ত থাকে !
0 Comments