পরাজিত

ওকে বলেছিলাম, তাকে ভালোবাসি
এই সম্পর্কেরও বহু আগে থেকে
ও আমার কাঁধ ছুঁয়ে হেঁসেলে চলে গ্যালো
খানিকবাদে এসে বল্লো, ‘চা খাও, গোলমরিচ আছে’
এরপর কত বিবাহ বার্ষিকী, ছেলের জন্মদিন
আমার অনুপস্থিতিতেই কেটে গ্যাছে
ওর কত তুচ্ছ অতি সামান্য চাওয়া রাখতে পারিনি
অসময়ে ছুটে গেছি তার দিকে
এক সন্ধ্যায় ধস্ত হয়ে ঘরে ফিরলাম
ওকে বোল্লাম, ‘সে চলে গ্যাছে,
তার আরও কোনো ঘনিষ্ঠ ‘তুমি’র সাথে’
ও আমার কাঁধ ছুঁয়ে হেঁসেলে চলে গ্যালো
খানিকবাদে এসে বল্লো, ‘চা খাও, গোলমরিচ আছে’
আমি হেরে গেলাম।
তার কাছে নয়, ওর কাছে…..
0 Comments