নৌকাবাড়ি

সম্প্রচারের অমল আলোয় উপত্যকা —-
বেয়াল্লিশ ইঞ্চ এলইডি স্ক্রিণে খিলখিল করছে টিউলিপ
লাল,হলুদ,গোলাপি ; দুধ রঙের চাদর,
নৌকাবাড়ি ; ঠোঁটে ছড়া বয়ে চলা জেহলাম…
হার-জিতের সন্ধে—
সিলসিলা আমাদের বহুবার দেখা
সবই চলে যুদ্ধে আর প্রেমে
আমি অমিতাভ তুমি রেখা
এইতো সেদিন এক তরুণ গল্প লিখেছে ওয়েবজিনে
খোলা জানলায় উড়ো চিঠি পহেলগাঁও প্লট
এক তরুণী ভালোবেসে লাল গোলাপ এনেছে কিনে
লিখেছে চিঠি –‘ প্রিয় সৈনিক, থ্যাংকস আ লট ‘
রেলিং এ ঝোলানো টবে ফুলগুলো লতপত করে হাওয়ায়
কিছু লিলি আর ডেইজির কথা
আমার ঠোঁট থেকে চালান করি তোমার ঠোঁটে
গল্প বলার অছিলায়
আমি দু’ধাপ সিঁড়ি আরো নেমে আসি
জেহলাম বয়ে যায়…
ডিমলাইটে আমাদের ঘর যেন এক নৌকাবাড়ি
ঘরময় আতরের গন্ধ …
0 Comments