নারীর কৈফিয়ত

প্রসুন ব্যানার্জী on

পুরুষ তোমাকে ঘৃণা করি আমি,
আমার আলিঙ্গনে নিজেকে আবিষ্ট করে,
আমার উষ্ণতায় নিজেকে জারিত করে,
হঠাৎ ই যেন হারিয়ে যাও কোন তেপান্তরে।।
 পুরুষ তোমাকে ভালোওবাসি আমি,
তোমার অনধিকার প্রবেশ আমার মনে,
তোমার কামনার স্পর্শ আমার শরীরে,
তুমি আছো বলেই তো আমি এতো সুন্দর।।

 আমি সেটা স্বীকার করিনা,
আমি তোমায় দুষতে ভালোবাসি,
কিন্তু তোমার এই স্পর্শে ,ঘ্রাণে কামনায়,
আমার নারী হ‌ওয়ার কবিতায় শুধু তোমার‌ই ছন্দ।।

পুরুষ তোমার অনেক দোষ,
তুমি আমার ঘৃ‌ণীত প্রয়োজনীয়তা,
পুরুষ তুমি আমার কৃতদাস,
 তুমিই আমার জীবনের আশ্বাস।।

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


প্রসুন ব্যানার্জী

বর্তমানে দক্ষিণ দিনাজপুরে জেলার Superintendent of Police হিসেবে কর্মরত।সুষ্ঠ ভাবে প্রশাসনিক কাজ চালানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন। একজন  দক্ষ ক্রিকেটার ও অভিনেতা। সময় পেলেই কবিতা, ছোটগল্প ও ব্লগ লেখেন।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।