তোমার কথা

তোমার কথায় দুপুর মাখামাখি
তোমার কথা জলের ঢেউয়ে নাচে
তোমার কথা সাতসকালের গান
তোমার কথা বৃষ্টি কথার সুরে ।
তোমার চোখেই প্রথম আলো দেখা
তোমার সুরেই প্রথম মাটির স্তব
তোমার হাতেই দুয়ার খুলে ধরা
তোমার চেনাই আমার পৃথিবী ।
চারদেওয়ালেই তোমার বিশ্ব দেখি
একজনও কেউ ঘরের বাইরে নয়
তোমার থালায় শত হাতের রেখা
তোমার হৃদয় আকাশ আলোর বৃত্ত ।
নীল আকাশে সাদা মেঘের ভেলা
কন্ঠ মেলাই আগমনীর সুরে
তোমায় দেখি কাশের বনে বনে
আনন্দ গান তোমার কাছেই শেখা ।
হাত বাড়িয়ে সবার কাছে তুমি
শিখিয়ে দিলে মানুষ নামের মানে
তোমার পাশেই দাঁড়িয়ে প্রথম দেখি
থাকলে হৃদয় হবে আকাশ ছাদ ।
0 Comments