ঘুম নেই তবু

এই খাঁ খাঁ দুপুরবেলা
অথচ ঘুম নেই।
ফুলের টব শুষে খাচ্ছে আমাকে-
আমার সব টুকু।
জিব্বেরেলিন নিয়ে বাড়ছি।
বাবা রোজ জল দিতে এসে।
বয়স বাড়ছে, তাড়াতাড়ি করো,
ছাতা কিনতে হবে।
মা কলপাড় পরিষ্কার করে
সন্ধ্যে দেয়, আর রোজ উলু দেয়।
ভাঙা গলায় উলু দেয়।
সন্ধ্যে নামছে,
কোতকতানি পাখি বাড়ি ফিরেছে।
এবার ঘুমোতে যেতে হবে।
অথচ ঘুম নেই।
0 Comments