কবর

সমর্পিতা ঘটক on

রাতে বিছানায় শুয়ে মাথা মুখ ঢেকে নিই চাদরে,
যেন কবরের ভেতরে মাটি পড়ল ঝুপ করে,
তারপর অনন্ত অন্ধকার নেমে আসে
আর যাবতীয় চাতুরী, আলো আঁধারি
সব চলতে থাকে ওপরে, নিশাচর প্রাণীর নখের শব্দে শিরশির করে শরীর।
অতীত ঢুকে পড়ে হুড়মুড়িয়ে, গণিত-হিসেব
কত হয়রানি, টেনে নিই চাদর মাথা মুড়িয়ে
দেওয়ালের গায়ে ধাক্কা খায় আলেয়ার মতো হলদেটে আলো, লাল হয় তারা কাছে এলে,
শুকনো পাতা মাড়িয়ে আসছে অনেকেই…
হুস হুস করে তাড়াই বিষধর সাপকে,
ভোর হয়ে আসে, ফেউয়ের মতো লেগে থাকা দাঙ্গার রাত মুছে যায়নি তখনও, উঠে বসি জম্বির মতো…
হাতড়ে হাতড়ে খুঁজে বেড়াই বেঁচে থাকার চিহ্ন স্তিমিত আলোয়,
গা থেকে মর্গের সাদা চাদর ছুঁড়ে ফেলে গোলাপি চাদর নিয়ে আসি।


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


সমর্পিতা ঘটক

নাম- সমর্পিতা ঘটক। জন্ম তারিখ- ৩১শে অক্টোবর, ১৯৭৮। স্থান- কলকাতা। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর। বিভিন্ন ছোটো বড়ো পত্র পত্রিকায়, ওয়েবজিনে লেখালেখি। মৌলিক লেখালেখি ছাড়াও অনুবাদের কাজেও কিছু অভিজ্ঞতা রয়েছে। কবিতা, প্রবন্ধ, মুক্ত গদ্য, ভ্রমণ অভিজ্ঞতা ও চলচ্চিত্র বিষয়ে অধিক আগ্রহ।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।