একদিন

একদিন বরফের মত জমে যাই
শুকনো পাতা গুলো উড়ে যায় পুরনো নদীর জলে
একটা বাদামী রঙের ঘোড়া ছুটে গেল ভগ্নস্তূপের দিকে
পায়ের নিচে পিষে যায় মরশুমী ফুল
তারপর আমাদেরও চোখের দুপাশে নীল জমে
শরীরে গড়িয়ে যায় পাখির ছায়া
সব ডাকনাম শেষ হলে পড়ে থাকতে ছাই
আর ঘুম ভেঙে গেলে চোখ মেলে দেখেছি
উঠতি সূর্যের গায়ে কেমন লোনা ধরে গেছে
0 Comments