একটি নিঃসঙ্গ বধির আত্মজীবনী

আত্মদর্শন থেকে উদ্ভূত পংত্তি গুলো
কিছুতেই আমাকে ঘুমাতে দেয় না…
আমি ও আমার দৈনন্দিন জীবনের
পাতা ওল্টাতে ওল্টাতে জেগে থাকে
নির্ভীক রাত্রি ।উদ্ধত বসন্তকে স্বাগত
এখনও তার রেশ রয়ে গেছে বেশ স্মৃতিতে
বহু রঙের ভিড়ে মিশে আছে সেই রঙ
অন্ধকারে নিমজ্জিত কোন স্বপ্নের মতো
আমার অনন্তকালের অপেক্ষা …
জন্মের ভোর থেকে মৃত্যুর অন্ধকার অবধি
অনন্তকাল ধরে শুধু অপেক্ষা …
একটি নিঃসঙ্গ বধির আত্মজীবনী ।
3 Comments
Muhammad Ismail · অক্টোবর 7, 2019 at 12:31 অপরাহ্ন
লেখা পাঠাতে চাই।
রুবাই · অক্টোবর 7, 2019 at 1:08 অপরাহ্ন
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScOOuX4z2BFt4aTgWbK3KM-Rhk02i0bvO0HU5btQ7-EUoNZzg/viewform
রুবাই · অক্টোবর 7, 2019 at 1:10 অপরাহ্ন
এই লিঙ্কে ক্লিক করে লেখা পাঠান…