উই পোকা

উইপোকা গুলি–
শরীর আর চরের বালির মধ্যে কোনো পার্থক্য রাখে না।
সব ঝরঝরে করে তোলে,
কোড়ন বটি দিয়ে কুড়তে থাকে-
সমস্ত নাভিশ্বাস।
হে বালি শিল্পী-
তুমি এসো!
ঝরঝরে বালি দিয়ে
সুন্দর মূর্তি তৈরী করো।
আর কেরোসিন ছিটিয়ে দাও চারিদিকে।
যাতে মূর্তি গুলোকে..
উইয়ে না ধরে।
0 Comments