আমার কবিগুরু

দীপান্বিতা বালিয়াল , যিনি সাহিত্যের জগতে অগ্নিশিখা নামেই পরিচিত, তার জন্ম ও বেড়ে ওঠা হুগলি জেলার খানাকুলের সেনপুর গ্রামে ।ইংরাজী সাহিত্যে স্নাতকোত্তর ও বি.এড ডিগ্রী অর্জন করে এখন একটি হাই স্কুলে ইংরাজীর শিক্ষিকা হিসাবে কর্মরতা।পঞ্চম শ্রেণীতে স্কুল ম্যাগাজিনে কবিতা লেখার মধ্য দিয়ে কবিতা লেখায় হাতেখড়ি।তারপর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁ র কবিতা।সোশ্যাল মিডিয়ায় তাঁ র কবিতা জয় করেছে অসংখ্য মানুষের মন। পাঠকদের মুগ্ধতাই তাঁকে অনুপ্রাণিত করেছে কাব্যগ্রন্থ প্রকাশে।গত বছর ই প্রকাশিত হয়েছে তাঁ র কাব্যগ্রন্থ" একলা জাগা মন"। কবিতা লেখার পাশাপাশি আবৃত্তি , শ্রুতিনাটক ও অনুষ্ঠান সঞ্চালনাতে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন তিনি।অত্যন্ত আবেগপ্রবন ও অনুভুতিশীল এই মানুষ্টি কখনই সমাজ বিমুখ নন।সংস্কৃতি চর্চার পাশাপাশি বিভিন্ন জনকল্যান মুখী কাজের সাথে যুক্ত থেকেছেন তিনি বারবার।মানুষের যন্ত্রনায় কেঁদেছে তাঁ্র হৃদয় আর তার প্রতিফলন ঘটে তাঁ র লেখাতেও।
১ এঁটো থালাটির গায়ে লেগে থাকে এঁটো ভাতটুকুপাশ ফিরে শুয়ে আছে তছনছ ভিটেমাটিবুকআধপেটা গলা কাঁপে ভরপেট সংশয়জলেস্বভাবে ছলকে পড়ে কবেকার গহীন অসুখ শুকনো ঢেঁকুরময় তবু ওড়ে স্বাদের অছিলাসুফলা আগামী শুঁকে উজাগর ক’টি হৃদিকোণআচমকা বমি ফুঁড়ে আরও পড়ুন...
সুমেধা বোস’কে আদতে হাওয়ায়-জলেভেসে ভেসে বেড়াচ্ছেনবিশ্বাস ও তার ঘাতকেরা আপনার ও আমার মধ্যেদুরপাল্লার গাড়িঘোড়ার হট্টোগোলের মধ্যেঅজাতশত্রু পীরবাবার শয্যায় হঠাৎ-ইঘাতকেরা ছায়া ফেলতে পারেন আপনি সাবধানসুমেধা বোসআপনার সাথে হওয়া অবিচারের কথাকোনো বুম থেকে উড়ে গিয়ে সরাসরি সম্প্রচার আরও পড়ুন...
ঈর্ষা ১. এই দুপুরে তুমুল বৃষ্টির পরব্যথা ক্রমশ বেড়ে গেল তোমাদের পরস্পরকে সেবা করবে বলেতোমরা একসাথেই রয়ে গেলে অথচ দেখো, আমি স্বাধীনআমি আনন্দসহকারে ভিজছি… এই দুপুরে তুমুল জল পড়ছে আকাশ থেকেএই দুপুরেতুমুল জল ঝরছে তোমার আরও পড়ুন...
2 Comments
MD SHAHINUR RAHMAN · মে 28, 2018 at 7:40 অপরাহ্ন
খুবই ভাল লাগল।
অগ্নিশিখা · মে 28, 2018 at 7:58 অপরাহ্ন
অনেক ধন্যবাদ শুভেচ্ছা ও ভালবাসা বন্ধু। ভালো থাকুন।