আমাদের মায়েরা

সোহেল ইসলাম on

বিশ্বাস ভেঙে গেছে
ধেবড়ে গেছে সমস্ত ভরসা
তোমার অপেক্ষা ফুরোয়নি

তুমি চেয়েছো,
ছেলেরা যুদ্ধ জিতে ফিরুক
থালা থেকে খিদের ছবি মুছে যাক
মাথা তুলুক হেলে পড়া দেশ

যেটুকু আছে,
তা নিয়েই রুখে দাঁড়াক
মায়ের বাধ্য ছেলে হয়ে মরে যাক,তুমি চাওনি

প্রার্থনা করেছো
কেঁদেছো খুব
ছেলেদের পাঠিয়ে দিয়ে,কোরআন নিয়ে বসেছো
শিরদাঁড়া হুমড়ি খেয়ে পড়ুক,তুমি চাওনি

ওহে,ভালোমানুষ,
দেশ বাঁচাতে গিয়ে
পতাকা বাঁচাতে গিয়ে
ছেলেগুলো রাত জেগে রাইফেল নিয়ে বসে আছে
বন্দুক তাক করে বসে আছে
গণকবর খুঁড়ে,অপেক্ষায় বসে আছে মায়েরা

তবু,তোমাদের হত্যায় বিশ্বাস গেল না
তোমাদের ঈশ্বর বিশ্বাস গেল না

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন

Categories: কবিতা

সোহেল ইসলাম

জন্মঃ ১৯৮৫ সালের ১লা মে । ২০০১ থেকে লেখা শুরু। প্রথম লেখা ব্যাক্তিগত না পাওয়া থেকে।তারপর দেখেছেন শুধু নিজে নয় হাজার হাজার মানুষ না পাওয়ার পুকুরে গলা জলে ডুবে যাচ্ছে,ডুবে আছে, তাদের কাছে নিজেকে দাঁড় করানোর জন্য লেখা। কবির মতে লিখলে ,না বলা গুলো, না বোঝাতে পারা গুলো বলতে পারেন। কবিতা প্রসঙ্গে তিনি আরও বলেন, "সবাই প্রতিরোধ শিখুক,প্রতিবাদ শিখুক,নিজের দাবি নিজেরাই জানাতে শিখুক।কেউ কারুর কান্না কেঁদে দেয় না।রাজস্থানের গ্রামে রুদালি ভাড়া পাওয়া যায়,কিন্তু আমাদের রুদালি আমরাই হব।কাউকেই এক ছটাক জমি ছাড়বো না।" প্রিয় কবিঃ রঞ্জন আচার্য, রানা রায়চৌধুরী। প্রিয় বই : সম্পর্ক। প্রকাশিত কাব্যগ্রন্থ - আব্বাচরিত। উত্তর দক্ষিণ , নাটমন্দির , কবিসম্মেলন , কৃত্তিবাস ও ছোট বড় বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখেন।

1 Comment

Simi Prasad · মে 12, 2019 at 8:53 অপরাহ্ন

Khub vlo ?

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।