অভিমান

বরং শহুরে হয়ে যাই…
অভিমানী গ্রাম এই দেখ আমি হাত নাড়াচ্ছি
ছোটবেলার পেয়ারাগাছ তোমার কাছে
খবরের কাগজের হকারের মতো
কোনওদিন জানতে চাইনি জন্মকথা
যেমন জানতে চাইনি মায়ের কাছে।
বরং শহর ছুঁয়ে আসি…
মাটির ঘ্রাণ কাদা মাখামাখি
পঙখীরাজের গল্প আর সুমিদি’র বাড়ি
কাঁঠালতলায় ধুলোবালি খেলাঘর
অনেক রাগের পরে মায়ের সাথে খুনসুটি
রোদ, পিচ — এই আমি
এখনও সবুজ হয়ে আছি।
0 Comments