প্রায়শ্চিত্ত

রাণা চ্যাটার্জী on

prayschitto

“আজ এই যে আমার রাজকীয় উত্থান ,তাতে তোমার অবদান কতটুকু বলতে পারো বাবা ? করতে তো ওই মুটে গিরি ! খুশি হব এভাবে হুট করে তুমি এ বাড়িতে না এলে। তোমার সম্মান রাখতে পারবো না তার চেয়ে বরং এ অভিজাত পাড়া,এই সুবিশাল অট্টালিকা মুখো হয়ো না। কি হলো দাঁড়িয়ে আছো যে,ইশ ছিঃ ছিঃ পরণের চিটুনি ময়লা ধুতি টা দেখেছো একবার,আরে যেতে বললাম তো নাকি না গার্ড দিয়ে ঘাড় ধাক্কা দেব!

কৈ শুনছো রিম্পা একবার এদিকে এসো তো দুশোটা টাকা নিয়ে ,বিদায় করি !”

ভিখারী দের জন্য রাখা স্বামীর পুরানো ছেঁড়া দুটো জামা, রিম্পা ইশারায় দিতে বলে,ঠান্ডায় কাঁপছে কিনা!

“বৌমা, তোমার স্বামীকে ছোটবেলায় অনেক কষ্ট দিয়েছি , একটা গরম কাপড়ও জোটাতে পারিনি। মুটে গিরি করেছি ঠিক তবু তাতে আমার লজ্জা নেই,সেই সূত্রেই বাবুদের বাড়িতে পরিচয়ে ওরা খোকাকে পড়ার খরচা দিতো।”

হাঁফ নিয়ে একটু থেমে আবার বলতে শুরু করলেন ক্ষয়িষ্ণু, ক্লান্ত শরীরটা নিয়ে বৃদ্ধ,

“আমি একটা খুব দরকারে আসতে বাধ্য হয়েছি।
গত সপ্তাহে হঠাৎ লটারিতে দশ লাখ টাকা জিতেছে আমার এই ফাটা কপাল।
তোমার শাশুড়ি মা বলল, “এই ঝুপড়ি ঘরে বেশ আছি,টাকায় বিড়ম্বনা বাড়বে,তাই খোকাকে দিয়ে এসো।”

“খুব হয়েছে,উদ্ধার করতে চলে এলেন মনে হচ্ছে!আপনার মহানুভব হৃদয় নিজেদের কাছেই রাখুন
,ওই নস্যি টাকায় আপনার ছেলের ঋণ বাড়িয়ে ঘাড়ে ওঠার ফন্দি নাই বা আর করলেন!”

“আহ রিম্পা, কেন মুখ লাগাচ্ছ ,ফালতু যত্তসব বকবক!লোকে দেখলে আমাদের প্রেস্টিজ বলে কিছু কি থাকবে! চলো বাবা ,তোমায় এগিয়ে দিই রাস্তায়।কিছু মনে করো না বাবা বৌমার কথায়, ও তো জানোই বরাবর অমন,মুখে মুখে তর্ক করে”।এই বলে এদিক ওদিক সামান্য দেখে নিয়ে ফিসফিস করে ঘাড় নিচু করে বলে,

“বাবা বলছিলাম কি , বড়ো মুখ করে যখন টাকাটা এনেছো ,আমায় দিয়েই যাও।আর একটা উপকার করো যদি বেশ ভালো হয় বাবা, আমার দোকানের ছেলেটি দুমাস ছুটি নিয়েছে ,একটু যদি নিজের মতো থেকে ফাই ফরমাস খেটে দিতে”।

না রে খোকা আমার বয়স হয়েছে,তাছাড়া আমি থাকলে তোর দোকানের,তোর মান ইজ্জতেরও একটা ব্যাপার আছে।এই প্রথম তোর মা কে আমি মিথ্যা বলবো ,টাকাটা বরং কোনো অনাথ আশ্রমেই দিয়ে দেবো ঠিক করলাম,অন্তত শেষ জীবনে একটা ভালো কাজ যদি করে যেতে পারি।”


ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


রাণা চ্যাটার্জী

বর্ধমান নিবাসী রাণা চ্যাটার্জী,সাহিত্যের প্রতি অকুন্ঠ ভালোবাসায় সৃষ্টি করে চলেছেন একের পর এক কবিতা,মুক্তগদ্য,গল্প,নিবন্ধ।"এইসময়"দৈনিকে প্রকাশ পেয়েছে মুক্ত গদ্য,সেই সঙ্গে এসেছে "কিশোর ভারতী"সেরা গল্পকার সম্মান,নন্দিনী সেরা অনু গল্পকার সম্মান,স্বজন সাথী সাহিত্য সম্মাননা,মুকুর পারিবারিক সম্মান প্রভৃতি। কবির ভাবুক মন আঁকিবুঁকি কাটে কল্পনার ক্যানভাসে।পৌর দপ্তরে দায়িত্ব পূর্ণ কাজের পাশাপাশি তার লেখা প্রকাশ পাচ্ছে দুর্বার গতিতে দেশ বিদেশের ছোট বড়ো নানা ব্লগ,পত্রিকায়।ভরছে পুরস্কারের ঝুলি।সমাজে অসহায় মানুষদের জন্য,প্রতিবাদী ভাবনায়,কলম কবির পথ চলা সুগম করুক।প্রথম কাব্যগ্রন্থ বার্তা প্রকাশনী থেকে প্রকাশিত,'মেঘ বালিকা তোমায়' এরপর এসেছে "এক মুঠো মেঘ নিয়ে এসো", "নাভিপদ্ম", "ছন্দে ছড়ায় জীবন","কস্তুরী মৃগ" একক গল্প গ্রন্থ ।

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।