অন্য দুপুর

কৃষ্ণেন্দু পালিত on

onyo dupur

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


কৃষ্ণেন্দু পালিত

নাম- কৃষ্ণেন্দু পালিত জন্ম- ১অক্টোবর ১৯৭৩ নিবাস- বনগাঁ, উঃ ২৪ পরগনা পেশা- শিক্ষকতা (বিষয়-বাংলা) নেশা- ছোটগল্প লেখা, বেড়ানো, ছবি তোলা এবং ভ্রমণ কাহিনি লেখা । ফটোগ্রাফিতে রাজ্য এং জাতীয়স্তরে একাধিক পুরস্কার । Better Photography, Asian Photography, Smart Photography সহ দেশের প্রথম সারির প্রায় সমস্ত Photography Magazine-এ ছবি প্রকাশিত হয়েছে একাধিকবার । প্রথম লেখা গল্প “চান্দ্রায়ণ” একাদশ শ্রেণিতে পড়ার সময়, ১৯৮৯ সালে।  প্রকাশিত হয়েছিল পাড়ার কালীপূজা উপলক্ষে প্রকাশিত দেওয়াল পত্রিকায় । পরবর্তীকালে ২০১৬ সালে সামান্য এডিট করে “কালি ও কলম” পত্রিকায় প্রথম মুদ্রিত । ছাপার অক্ষরে প্রথম গল্প(অণুগল্প) “জন্মদিন” ১৯৯২ সালে একটি পুজো সুভেনিরে প্রকাশিত হয়। প্রথম ছোটগল্প “পারাবার” ছাপা হয় ১৯৯৩ সালে আমি এবং অর্ঘ্য মণ্ডল সম্পাদিত “ফসিল” সাহিত্যপত্রের প্রথম সংখ্যায়। তারপর থেকে প্রথম শ্রেণির প্রায় সমস্ত বাণিজ্যিক এবং অবাণিজ্যিক পত্রিকার নিয়মিত ছোটগল্প প্রকাশিত হচ্ছে । মাঝখানে পারিবারিক এবং ব্যক্তিগত কারণে ৭/৮ বছর লেখালেখি বন্ধ থাকার পর ২০১২-র পর থেকে আবার ফিরে আশার চেষ্টা । প্রকাশিত গ্রন্থ- (১) ম্যাজিশিয়ান (গল্পগ্রন্থ) ২০০১ (২) যেমন খুশি সাজো (কিশোর গল্প সংকলন) ২০০৩ (৩) অন্নদামঙ্গলে নেই (গল্পগ্রন্থ) ২০০৫ (৪) অল্প কথার গল্প (গল্পগ্রন্থ) ২০১২, দ্বিতীয় সংস্করণ ২০১৫ (৫) দিব্যর প্রতিদিন একদিন (গল্পগ্রন্থ) ২০১৪ (৬) নতুন গল্প ২৫ (গল্পগ্রন্থ) ২০১৭ (৭) দশ গোল্লা (কিশোর গল্প সংকলন) ২০১৮

0 Comments

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।