মুহুর্তের পরিভাষা

দেবজিৎ সাহা on

আলোকচিত্র বোধ হয় এমন একটি মাধ্যম যেখানে সৃষ্টি করা যায় একটি সমান্তরাল পৃথিবী। অভ্যস্ত বাস্তবের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে, কখনো চলমান সময় কে থামিয়ে দিয়ে, একটু সাজিয়ে নেওয়া কিম্বা থেমে যাওয়া কোন মুহূর্তকে একটু গতি প্রদান করা– এই রকম অনেক কিছু করার সহজলভ্য স্বাধীনতা বোধ হয় আলোকচিত্রই দিতে পারে। সময়ের স্রোতে ভেসে চলেছে প্রতিনিয়ত অগণিত মুহূর্তরা। হয়তো কিছু অভিযোগ, অনুশোচনা , কিছু বেদনা, হয়তো অনেক আনন্দ; আরো অনেক অনেক কথা তারাও বলতে চায় । একজন চিত্রশিল্পী হয়তো হয়ে ওঠে তাদেরই ভাষ্যকার ।

ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মন্তব্য করুন


দেবজিৎ সাহা

জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। পড়তে ও লিখতে ভালোবাসেন। ইংরেজী সাহিত্য নিয়ে নর্থ বেঙ্গল ইউনিভারসিটি থেকে স্নাতক ও গৌড়বঙ্গ ইউনিভারসিটি থেকে স্নাওকত্তর । সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকেই লেখা লেখির জগতে প্রবেশ। কলেজ জীবন থেকেই লেখা লেখি শুরু করেন। পেশায় শিক্ষক। এছাড়াও ফটোগ্রাফি তে বিশেষ আগ্রহ রয়েছে।

1 Comment

Via Artiam · জুন 20, 2020 at 10:22 অপরাহ্ন

কবিতার মতো সুন্দর

মন্তব্য করুন

Avatar placeholder

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।