বিষয় ভিত্তিক সংখ্যাঃ মা

তাঁর জন্য আলাদা করে কোনো দিন হয় কি না জানা নেই । তবু রোজকার ঘরে আর বাইরের আগুনের আঁচ , তেল-মশলার ঝাঁঝ , হাজারো বিনিদ্র রাত আর চিন্তার বলিরেখা পেরিয়ে একটা দিন না হয় শুধু তাঁর জন্যই নিবেদিত থাকুক । জগৎজোড়া সন্তানদের কলমে উদ্ভাসিত হোক তাঁর করুণ মুখখানি । দক্ষিণের জানালার পক্ষ থেকে তেমনই কিছু অর্ঘ্য নিবেদন আজ বিশ্ব মাতৃ দিবসের এই বিশেষ দিনটিতে …
মেঘ শান্তনু’র দুটি কবিতা – মেঘ শান্তনু
তোমার কথা – হরিৎ বন্দ্যোপাধ্যায়
দেখো আমি বাড়ছি মাম্মি – তিস্তা চক্রবর্তী
0 Comments