tushartirtha_guccho_kobita

তুষারতীর্থ-এর একগুচ্ছ কবিতা

রক্তপলাশ আমার হৃদপিন্ড জমা থাকে তোমার তমসুকেজমা থাকে একান্ত সন্ধ্যার শিলালিপিবিষণ্ণ প্রেম তবু বয়ে চলে ধমনীর অন্ধকারেবসন্ত অধ্যুষিত জীবনে আমি হত্যা করিএকের পর এক কবিতাপলাশে পলাশে আচ্ছন্ন হয়ে ওঠে বিষাদ আখ্যান ক্যাকটাস তোমার ভিতরে বেড়ে ওঠে প্রিয় ক্যাকটাসতীব্র যন্ত্রণাময় অথচ নির্বিকারতবু আদর দাও স্পর্শ দাওজল মাটি খাদসংস্পর্শ লেগে থাকেসবুজ জীবনেউদাসী আরও পড়ুন…