uposhom

উপশম

যেখানে উপশম রেখে এসেছি সেখানেযাওয়া হয়নি আর উঠোনে খোদাই করি রাত, বিরহচিহ্নের পাশে গুনগুন করে হাওয়াদু-হাতে যাকে তুলি, অপচয় করে ফেলি খুবএই স্বভাবদোষে বেঁচে থাকি। লিখি আয়ু, লিখি সন্তাপ উপশম এক রিপু— এই সংবাদেবিকেল আটকে রাখে শালুকের বিল নিতান্ত ছাইজন্ম এক, গোপন করেছি ঝরাপাতাবেবাক স্পর্শ, ভুল!

chander_sisir

চাঁদের শিশির

১.বিকেলের ভিতর এসে পড়েছে চাঁদকত নিদ্রাহীন অহরহ রাতে তার পলায়নডাকাতখালির আল পেরিয়েদূর শাঁখের স্তবে,নিজেকে আকুতি সাজাও, পিদিম শিখার আদল তোমার বিমুখনিমের আলোয়, আড়াল হলেইঝরে পড়ে পাতা, দশমীর মায়াবকুল। ২.ভেবেছি সন্ধ্যার হাওয়া। দহনমাসেতুমি পথ ভুলে দশদিক, আউলা যেনকে অপূরণীয় পথ? পথিকের নির্মোহ?মাটির আলোটি ঠায়, পুড়ে যায় সন্তাপে। ৩.বিষণ্ণ জলে দেখি কার আরও পড়ুন…