কবিতা
তন্ময় ভট্টাচার্য-এর একগুচ্ছ কবিতা
রাজনীতি রাস্তার আলো ঘরের ভিতরে ঢুকে পড়লে, মনে হয়, গোয়েন্দাগিরি শুরু হল। কেন্দ্রের কোনো গোপন ফোল্ডারে জমা পড়বে রোজকার জীবন। জানলা বন্ধ করি। ঘুলঘুলিতে সিমেন্ট ঠেসে দিই। নিশ্ছিদ্র বেঁচে থাকতে থাকতে, ভীতু হয়ে উঠি আরও। রাষ্ট্র সেসব খবর রাখে না। তথ্যের ভগ্নাংশ নিয়ে সে আমায় উগ্রপন্থী ভাবে। ভাবে, এই বুঝি আরও পড়ুন…