onuccharito

অনুচ্চারিত

ইন্দ্রিয়গুলি আধখোলায় শুকোতে দেয়া আছে। প্রতিবেশির হাতে বকেয়া খাতা, হিসেব,তিরস্কার কেউ কেউ ডাক দেয় এখনো, আঙুলে দেখায় তোরঙে পচে ওঠা খাম, আমাদের তরল হৃদয় যেমন মোম হয়ে ওঠে। ভেবেছিলাম একা হবো, যেটুকু তৈলাক্ত সলতে ডুবে আছে, অবকাশে নেবো পরশমণি,বেশি দূর নেই সে বেহেস্ত। হয়েছি একান্তে,তেমনি। এক পো চাল তুলে রেখেছি আরও পড়ুন…